বিপদে আছি-০৭
তারিখ : ১২/০৩/২০১৮...


কতিপয় ব্যতীত রবীন্দ্র  -নজরুলের মধ্যে ডুবে থাকতে চায় সবাই। রবীন্দ্র-নজরুল যা দিয়ে গেছে সেগুলোই সম্বল। নিজেরা অলস মনে শুধু রবীন্দ্র-নজরুল সামনে রেখে চলবে। তাদেরকে ছাপিয়ে গিয়ে নিজেদের বিচ্ছিন্ন করে নিজের স্বকীয়তায় কিছু করবে না। বিপদে থাকি যখনই রবীন্দ্র-নজরুল ঘোর আচ্ছন্ন লেখা পড়ি। তারপর অনেক সময়ই আর মতামত রাখতে ইচ্ছে করে না।  


তবুও নিজের একটা দায় আসে। যখন কেউ আমার লেখা পড়ে। অথচ আমি তার লেখা পড়ি না। তখন দায় এড়াতে পারি না। তারপরও অনেক সময় লেখা পড়ি কিন্তু মতামত রাখি না। অনেক সময় সাইটে লগইন করি না এমনিতেই লেখা পড়ে বের হয়ে যাই।


একজনের লেখায় লিখলাম রবীন্দ্র-নজরুলের ভাষা পরিত্যাগ করলে ভাল লাগবে। তিনি আরো বেশী রবীন্দ্র-নজরুল ব্যবহার করে নীচে গানের সুরে মতামত রাখলেন। একা একা হাসলাম। কী বিরক্তিকর বিপদ। কবিতা চর্চা বাদ দেয়া উচিত মনে হচ্ছে।  কেননা বিচ্ছিন্নতার সুর লালন করে খুব কম লিখিয়ে। তাহলে বেশীর ভাগ লেখক ও পাঠক তো রবীন্দ্র-নজরুল ঘোরেরই প্রিয়। সেখানে কী হবে এই বিচ্ছিন্নতার দাবী করে ? তবুও লিখি মনের মুক্তির জন্য। যা হোক কিছু হোক না হোক সময় একদিন কথা বলুক।  


(চলবে)