বেঁচে থাকা অপার বিস্ময় !


চিতা দৌঁড়ে সময় হাটে
কখনো কাম্য নয় ধোঁয়াটে অন্ধকার আকাশ
বাঁচি যতদিন দীর্ঘ জীবনের গান গেয়ে যাই
নক্ষত্র পোড়া চোখে পৃথিবীর যৌবন রূপ ফোটে
সর্বজনীন লোভী জীবন এক দামাল মেঘ
অগণিত দামাল মেঘ কোথায় যায় ?
খুঁজে খুঁজে দিশেহারা হই
আমরা সংকীর্ণ হয়ে ওঠিএকে অপরের কাছে
অ্যাথেনার মন্দিরে পুজো ছাড়া বাঁচি না
উর্ধ্বে গ্রীবা মেলে উত্তপ্ত মরুতেও
কালশীটে উঠ চলে অজানার দিকে
হৃৎপিন্ডের গোঙানিতে না ফেরা জীবনকে কাছে ডাকি
আমাদের পঞ্চ ইন্দ্রিয় আমাদের হত্যায় মেতে ওঠে
অামাদেরই আমরা ভালোবাসতে নির্বোধে কৃপণতা করি।