পাথর কালো রাতের গভীর থেকে আবিস্কার করি
অনেকেই অনেক কিছু খোঁজে উদ্দেশ্য অনুসরণে প্রাপ্তি
ইত্যকার সম্পর্কের দুয়ারে হাজারো মুখের বিজ্ঞাপন
কার কাছে কার কি দাবী কেউ জানে না কেউ জানে না


মন এক অতল ইস্টিশন  
নিজের কাছে অচেনা বারমুদা টায়াঙ্গেল
হারাতে হারাতে নিখোঁজের শেষ তালিকায়
ইচ্ছের কাছে ডারউইনের শিষ্য লুইস হেনরি মর্গান
বিবর্তনবাদী সমাজ হাতে ঘুরছে
বিশ্বাসের চোখে কালিঝুলি প্রত্মছাপ
পলেস্তারা খসা ইটের উলঙ্গ দেহবল্লরী
সতেজ নতুন ঘাসের বিছানা পাতা
পায়ে পায়ে জড়িয়ে যায়স্মৃতির জোঁক
ইতিহাসের উঁই পোকা উড়ে বেড়ায় কবুতরের খোঁপে খোঁপে
পাখি হবার আরাধনা কম কার দেখিনাতো


সকলেই নিধেনপক্ষে মাছরাঙা হবার অভিপ্রায়
চোখে চোখ বিনিময়ে ব্যস্ত বণিক
শীত গ্রীস্মের রোদ বৃষ্টিতে বৃক্ষ
-কোটরে ঠাঁই চাই চাই বিনীত চাওনি
কত কত চাঁদ সওদাগর পৌরুষ বিসর্জন দিয়েছে অর্চনায়
সে আর গৌরবের ঢোল বাজিয়ে
ঢুলী সাধু হবার উদার মন্ত্র জপে ভাষা তত্ত্বের
সন্যাসী ব্যাখ্যা না দিলেও বুঝতে অসুবিধা নেই
তে-রাস্তার ভূতের প্রসাদ কার আছে লোভ কম
বেশ্যাবাড়ীর মৃত্তিকার পবিত্রতা জানে ঠাকুর ধীরাজ
দিনরাত কালীর সাধনায় মশগুল হামরাজ
নির্যাতনে বাধ যায় না ফর্সা চামড়া
ধর্মের দোহাই দিয়ে মহাধর্মহীন ত্রাতা
গবেষণার কৌশল চুড়ান্ত করার কৌসুলী চাল -
চালে একদিন তোমার আমার দেখা মিলে
যেখানে সেই মথুরার বৃন্দাবন
তবুও করজোড়ে জপে যাচ্ছে ... ক্ষমা করো প্রভু !