সময়  হেঁটে যায়
ইতিহাসের কটিদেশ ছুঁয়ে ছুঁয়ে
আগস্ট আসে পুরনো শোক ঝালাই করে
শোকের হালখাতাকে নবায়ন করে যায়
সত্যরা নিঃশব্দে মিছিলে নামে
ঐতিহ্য স্খলিত রক্তিম পথে
প্রতিবার আগস্ট যাবার আগে
সদর দরোজায় ফেলে যায়
শোকের কালো কণা
শালুকের প্রজনন ক্রিয়ায় বংশ বিস্তার করে
সদ্য রোয়া কচি ধান সারি বেয়ে চলে
দিগন্তের সবুজ প্রান্ত চুমে
হারানো সুর সরোদে বাজে নতুন তালে
বাঙালী আত্মজের মুখ ভেসে ওঠে
অষ্টমী চাঁদের শিল্পীত আয়নায়
পতাকার বুক বেয়ে গড়িয়ে পড়ে
রক্ত চোখের শোক জল
শোক নবায়িত রূপ পায়।