১।
প্রতি ভোরে জেগে ওঠি
সূর্যের আলোর ঝলকানি
গিরিখাত বেয়ে নৌকা ভ্রমণ
দু’ধারে তামাটে পাহাড়ের বর্ণমালা উড়ে
নৌবিহারে ইচ্ছে নদীর ডুব সাঁতার
দিন শেষে ক্লান্ত শ্রান্তিময় সময়।


২।
প্রতি সন্ধ্যায় জেগে ওঠি
আগুনমুখোর স্রোতের গতি
অনুকূলে পথ পেরোতে পেরোতে
করতল কেঁপে ওঠে কম্পণে
কম্পাসে দিক নির্ণয়
বার বার বেহায়া চোখ যায়
রক্তিম পলাশের পাপড়িতে।


৩।
নীরব রাতের ঘুম ভেঙ্গে এসেছিলে
আহলাদে রুদ্ধ কণ্ঠ
কথা হচ্ছে নি:শ্বাসে নি:শ্বাসে
আসবে এমন বিজ্ঞাপন ছিলো না
অপ্রত্যাশিত আগমনের আতিশয্যে
মন উচ্ছৃঙ্খল বুলবুলি।


৪।
আরো একবার নীলকণ্ঠ হতে চাও ;
তৃষ্ণার গলা ভিজে যাক
বৈষম্য বড় বেশী মাছরাঙা ও চিলের
একই তীর্থ ভ্রমণ অচেনা পথ
ডাউন টাউনের ঠিকানা অজানা নয় কারো।


৫।
এই দেখা কী না দেখার ছল
কেন এতো কুয়াশা কুয়াশা
ঠোঁটের কোণে মৃদু হাসি
পলাশ ফোটার এসএমএস
অজানা শংকায় পুড়ে যায় ফসফরাস।