কতদিন পর দেখবো কেমন এখন
চেনা মানুষ ধূসর কোনো পুরনো ছবি
অনেক দিনের অদেখার হাড় হাভাতে দেখা
কি করবো তাকিয়েই থাকবো নাকি
আধভাঙ্গা চেহারায় অঞ্জনী চিন্তার অকুলে
তৃষ্ণার্ত চোখ ফিরাবো অন্য সময়ের ভুলে যাওয়া
স্বাভাবিক সবকিছু মনে করে  
হৃদয়ের গোপন প্রকোষ্ঠে উঁকি ঝুঁকির
বিজ্ঞাপন ঝুলানো নিউরণের বিলবোর্ডে
স্মৃতির মনিটরে রিঙ্গণের উড়াউড়ি
কি করি কি করি অবস্থার অসহিষ্ণুতা
ফাঁকি দিয়ে চারপাশ চেয়ে থাকি পলকহীন
বুঝতে পারি ভালোবাসার সতেজ সাহস
মায়া মোহতায় মুগ্ধ দু’চোখ জানিয়ে দেয়
ভালোবাসা বড় হয় না দেখার অদূর দূরত্বে ।