দলাদলির গণতন্ত্র এখন দ্রোপদীর বস্ত্র হরণে ব্যস্ত
গণ মানুষের খেলনা হলেও
কিছুটা আদর সোহাগ জুটত কপালে
একেবারেই ক্রিকেটের বল ভেবে নিচিন্তে
নিশানা ঠিক করছে কৌসুলীরা
মানুষ রাজনৈতিক খেলার উপাদান
মানুষই মানুষ নিয়ে বাণিজ্য বাড়াচ্ছে
মারণাস্ত্র বোমায় পুড়ছে স্বদেশ
একাত্তরে লেজ গুটানো শেয়ালকে
দেখিয়েছে গোপন গলি পথ
ক্ষমতার মসনদ প্রাপ্তির খায়েশে
আয়েশী উচ্ছাসে শব দেহের হোলি
কৌরব-পান্ডব মরিয়া লড়াই
অসুরেরা গণতন্ত্রকে জবাই করছে যখন তখন
গণতন্ত্র সম্ভ্রম রক্ষায় প্রাণ পণ দেছুট লিংকনের খোঁজে
লিংকনকে জিজ্ঞেস করবে
তার পরিণতির জন্য দায়ী কে ?