শোকের গায়ে কালো জামা
পকেটে খাঁজ কাটা ব্যাজ
কণ্ঠে করুণ বিহবল বেহালার রাগ
অধরে ভাঁজ করে রাখা চিন্তন রেখা
কতবার বলেছি এসব খুলে ফ্যালো
বললেই কী হবে কে শোনে কথা
উল্টো কালোর হৃদয় খুঁড়ে ঢালে
সূর্য খুন করা এক নদী রক্ত
শোক এক বোহেমিয়ান বেহায়া
পিছু পিছু হাঁটে গা ঘেঁষে
বসে বত্রিশ নম্বর লেকের কার্ণিশে
দু’তলার সিঁড়িতে ; বারান্দায়
সংবিধানের কালো অক্ষরে অক্ষরে।