বাঙালীর স্বপ্নের স্পূরণ ঘটেছে
এক মহান বজ্র কণ্ঠস্বরে
‘আমি বাঙালী বাংলা আমার ভাষা ...
বাঙালী একবার মরে দু’বার মরে না’
গবেষক বললেন স্বাধীন দেশের কথা
বঞ্চিত শোষিত মানুষের একমাত্র মুক্তির পথ
রাজনৈতিক নিরীক্ষা ষ্টেশনে গবেষণা
বিপরীত আবহাওয়ার মুখোমুখি
প্রতিকূল স্রোত গবেষককে বন্দী করে রাখে
বুদ্ধিদীপ্ত রাজনৈতিক বিজ্ঞানী ভবিষ্যৎ বুঝতে পেরে
বাঙালীর বসবাসের জন্য নতুন এক গ্রহ নির্মাণে
ইতিহাসের স্বর্ণপাতায় রাখলেন সাতই মার্চ
‘‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
বৈরী বাতাস মহাস্টেশনে কূটজাল বোনে
অবশেষে গবেষক নিজেকে উৎসর্গ করে
আবিস্কার করে গেলেন বাংলাদেশ নামক নতুন গ্রহটি
এই বাংলাদেশ গ্রহ এখন আমাদের মালিকানাভুক্ত।