রবি শস্য ভুট্টার বিবিধ নামকরণ
শিশু ভুট্টার বিশেষ গুণে ভেজিটেবল
বেবিকর্ণ ছাড়া স্যুপ সালাদ সুস্বাদ কম
হৃষ্টরূপে কয়লা যোগে হাওয়া ফ্যানের
বাতাসে টক জালে মুখে রুচি নানা বয়েসি
বয়সের প্রৌঢ়ে খই ভাজা নাম পপ কর্ণ
আয়েশে খেয়ে যাচ্ছি তুমি পলকহীন দেখছ
দু’হাতে সোহাগী বাধন ছুটে না যায়
তোমার স্থির চোখে কত কত কথার ফুল কলি
ঠোঁটে এসে জিবে জল নামে থৈ থৈ
স্পর্শের সর্টগান স্বাদ শেষ হলে বাদ
মস্ত জীবন টেনে টুনে সাঁকোর পাড়
বিস্মৃত ভাবনার আয়নায় শত মুখের ভিড়
নগদ নারায়ণের মিছে ভাবনা নিঃস্প্রয়োজন
যা আছে বস্তু দৃশ্যত জীব বিজ্ঞানের অধ্যায়
ভুট্টার পাউডার কর্নফাওয়ার গুলে গুলে
রসিকের সময় পার স্যুপের বাটি সুড়ৎ সুড়ৎ
কালো কয়লায় ফ্রাই করা ভুট্টা সাবাড়
ডাটি ফেলে দিতেই তোমার চেতন চোখ ছুটে যায়
বস্তুরও পরিণাম থাকে মানুষেরও !