যে তার পিতাকে করেছে সম্মান
সে জানে পিতা মানে কি !
কড়ে আঙ্গুল ধরে পায়ে পায়ে হাঁটতে শেখা
ঝাঁপ দিয়ে লাফ দিয়ে হাতে হাত  
ডুবু পুকুরে সাঁতার কাটা
দূর দেশ থেকে মানিঅর্ডার চিঠির খাম
নতুন জামা, স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স, বইখাতা
শান্তির ঘুম, সূর্য প্রভাত, শ্বাস নেবার অধিকার


পিতা মানে বিশাল শারদীয় আকাশ
যেখানে শুধু অবাধ স্বাধীনতা মিলে
মৃত্যুকে জয় করে নক্ষত্রের তারা হয়ে ওঠে একদিন
মৃত্যুঞ্জয়ী পিতার বাণী বিশ্বময় ছড়িয়ে
নির্যাতিতের জীবন মরণ অগ্নি শ্লোগান-
‘‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।