কবিদের জন্য দরকার জাতীয় মনুমেন্ট
ভাষা শহীদদের জন্য শহীদ মিনার
স্বাধীনতার বীরদের স্মৃতি সৌধ
বুদ্ধিজীবিদের বধ্যভূমি মনুমেন্ট
সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল
সমাধি নয় তাজমহলই চোখ জুড়ায়
স্বর্গের লোভে মিনা প্রান্তরে পাথর ছোঁড়া
গয়া-কাশী-বৃন্দাবন, মসজিদ-মন্দির-প্যাগোডা
যুগে যুগে কবিদের কবিতা
মিছিলে মিছিলে রাজপথে, যুদ্ধের ময়দানে
সাহসী চেতনার অগ্রদ্রুত
কবির কোন ব্যক্তিগত নেই সার্বজনীন অনুভব
দেশে দেশে কবি দেশীয় আনুগত্যে
লোক উপাদানে সিদ্ধ
জাতি সত্তার ধারক বাহক
কবি লেখে না অর্থ, বিত্ত পদকের লোভে
কবি সার্বজনীন ত্রাতা মানবতার ছবি
সব কবি জমিদার রবীন্দ্রনাথ নয়
নেই শান্তি নিকেতন শিলাইদহ


হুমায়ুন আহমেদের নুহাশ পল্লী সবার নেই
রবীন্দ্র সরোবর, নজরুল ভবন, সবার হবে না
জসীম উদদীন, আল মাহমুদ, শামসুর রাহমানের প্রাপ্যতায়
সরকারী বাড়ী বরাদ্দ করা অদূর ভবিষ্যতে দূরূহ
জীবনানন্দ দাসের রূপসী বাংলা
বাংলার অনুগত কবিদের আছেই
রফিক আজাদ, শহীদ কাদরী, জোবেদা খাতুন চলে গেলেন
চার দেয়ালে হলো স্মরণ সভা
গেলেন সৈয়দ শামসুল হকও
যাবেন মহাদেব সাহা, নির্মলেন্দুগুণ
আসাদ চৌধুরী, হাবীবুল্লাহ সিরাজী, শেখ সামসুল হক
তারপর আরো আরো ... আমরাও ...একদিন
কমছে শহরের জায়গা বাড়ছে জনবসতি
সুকান্ত তাই ঠিকানা দিয়ে গেছে ভক্তবৃন্দের হৃদয়ে  
রাষ্ট্র মহোদয় কবিদের সার্বজনীন
একটা স্মৃতি নিকেতন ও মনুমেন্ট খুব দরকার
যেখানে হোক যার মাটির সমাধি
ভক্ত কূল জন্ম মৃত্যুতে এসে
ফুলেল অর্ঘ্যে স্মরণে বরণে বেদনা ভুলবে
শহরের সংস্কৃতি বলয়ে সোহরাওয়ার্দী উদ্যানে
জাতীয় কবি স্মৃতি নিকেতন ও কবি মিনার চাই।