ঘুম ভাঙলেই এক মুখ প্রতিচ্ছবি উড়ো মেঘ
ভুলতে পারি না কিছুতেই অন্য কোনো চেতনায়
সারাক্ষণ কাছে কাছে থাকা কী যে অসম্ভব গুণ
নয়তো কী বলা যায়; বর্ষা জাগ্রত ঋতুতে বাস
সময়ের কৃষ্ণ ডাক চুপিসারে হজম কঠিন
স্পর্শের ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াস গভীরে
ক্রোমোজামের এক্স ওয়াই ডাকবাক্সে পত্র পাতা


উল্কা আবেগ গতিশীলতা আনে স্লাইডিং পাঁজরে  
টেরাকোটা ভাবনার অন্তহীন জানালায় রোদ
আলোর কণা ছড়িয়ে চলে শব্দ বিজ্ঞানের ক্লাসে
কৃষি ও কৃষকের রুটিনে দক্ষ বীজ বোনা সুর  
প্রাথমিক উঙ্কুরোদগম আদরে সোহাগে সেবা
চোখে চোখে সৃষ্টি মায়াময় তড়িৎ তাপের গ্রীড
দুজনে বৃন্তে ফুটবো বন্ধ বইর খোলা দু’পাতা।