দেখা হয় না তবু
ঘুরে ঘুরে বেহায়া ষ্টেশনে পৌঁছা
হবে হবে দেখা বিজয় চিহ্ন দেখা
আশায় প্রশান্তির শান্তনা বাণী
আকাশে বাতাসে শব্দ তরঙ্গের
নিঃশব্দ নিঃশ্বাসের দমবন্ধ দাপাদাপি
করুণ কষ্টের কাল যাপনের কাল হয় না শেষ
ধোঁয়াটে কুয়াশা জমা না দেখা মিরাকল চশমার কাঁচে
আটঘর খুরিয়ানা’র রসনার ইলিশের স্বাদ হয় না জানা
বেআক্কেল শূন্যতায় খাঁ খাঁ সুবজ বাংলো


বিহবল চোখের মিলনে গলাগলির বেলাজ আবীর
করতলের আকুল আমন্ত্রণে চেতনালুপ্ত স্নায়ুকোষ
কেবলি খড় নাড়া ফুঁ দিয়ে শীত তাড়ানো
বলার জন্য বলা দেখা হবে ... দেখা হবে
দেখাটা সাইবেরিয়ার অতিথি পাখি
ভ্রমণের আকণ্ঠ তৃষ্ণা বুকে
ঘোড়দৌড় মৌসুম পালাবদল অপেক্ষায় অপেক্ষায়
হাড় কাঁপানো শীত তাড়ানো কম্বলের আশায়
খরাজাগা মন দেখা হবে ধীরে . . .
মহাকাল ধৈর্যের উঠোনে থাকো বসে
ঐ যে দূরে দেখা যায় বিজয়ের বাতিঘর।



নোট ঃ আটঘর খুরিয়ানা- চাঁদপুরের প্রাচীন মৎস্যবন্দর আটঘর খুরিয়ানা।
এখানে সেরা মানের ইলিশ মাছ পাওয়া যায়।