মাঝে মাঝে নিজেকে মানুষ মনে হয় না
নিরীহ গৃহপালিতদের সবংসহা মেজাজে
থাকাটাই চতুর্দিকের পরিবেশের ইঙ্গিত
যখন নিজেকে কিছুটা মানুষ ভাবতে শুরু করি;
দুরন্ত ষাঁড়ের গোঁ কখনো কখনো
আমাকেও উন্মাতাল করে যায়
তবুও হামেশা চুপ থাকি
কার্তিক সময়ের কাছে সম্মান বাঁচানোর দায়
ঘরে বাইরে শোভিত উদ্যানের শোভা বর্ধনে
পুরনো ঐতিহ্যকে মায়ার আঁচলে
বেঁধে রাখার তাগিদে থাকা আরকি
মানুষ হতে না পারার ব্যর্থতা মাথায় থাক
ক্ষোভের আগুনে রোপন করেছি জলদবৃক্ষ
যার যা খুশি বলে যাও নিশ্চিন্তে
হয়ত আদতেই ছিলাম না মানুষ
মানুষ হলে রাগ ক্ষোভ অভিমানের
অর্থ হতো যথার্থ ।