আমাদের এই হৃদয় বিনিময় অদ্ভুত এক শক্তির আধার। প্রতি পলে দেখা হয় চোখের নীলিমায়। এই চোখ জুড়ে কখনো বৃষ্টি কখনো মেঘ আবার কখনো হাসির কলধ্বনি। এই চোখের অরন্যে নামে আঁধার, আর আঁধার ভেঙ্গে আবারো আমাদের দেখা হয় প্রভাত সূর্যের সাথে। একই আকাশ, একই চাঁদ একই সূর্য, এই রাত এই দিন, আহ্নিক গতি বার্ষিক গতি সবই আমাদের ছুঁয়ে যায়। লম্বা লম্বা শ্বাস কখনো কখনো ছোট হয়ে যায় আবার পথও রুদ্ধ করে। চিরল বাতাসে বুক ভরে যায় আবার ঝড়ে লন্ডভন্ড হই। মায়ার পরমাণু কণা ছড়িয়ে যায় বিজারিত হয়। পাজরের ক্ষেতে তৈরী হতে থাকে ভালোবাসা। সুদূরে থাকলেও আমরা গলা জড়িয়ে থাকি উভয়ে উভয়ের ব্যাদান বুকের ভেতর।