কবিতা সভ্যতার বিজ্ঞান
পত্রিকার স্বত্ব তোমার স্বাধীন
হরেক ম্যাসেজে ভরে থাকে
যান্ত্রিক জীবনের পাঠ
পুরো প্রক্রিয়ার দু’একটি কবিতাই
প্রতিনিধিত্ব করে গোটা জনগোষ্ঠীর
যাবতীয় অন্যায়, প্রতিবাদের চাহিদা
শৈল্পিক উপস্থাপনে প্রাণোজ্জ্বল


পেটের পীড়ায় ইজারা পেয়ে যাও
উচ্চতর শিল্প কবিতার পাতা
মনের গহীনে ইচ্ছে পাখি কবি কবি
কবি হওয়া ঢের সহজ
কলমে করতল দুষ্টমি ঝেঁকে বসে
বিমূর্ত ধোঁয়ায় সম্পাদনা করো
পন্ডিত মুর্খতায় গবেট আইনস্টাইন
ফেলে দাও কবিতার অনিবার্য শব্দ।