বৈশাখে ঝড় এলো
ধুম ধুমা ধুম ঝরা
সঙ্গে সাদা শিল
প্রকৃতির কান্নায়
ভরে বিল ঝিল


শিল পড়ে ঝোঁপ ঝাড়ে
আকাশে নেই ঠাঁই
মাটিতে অগত্যা
ছাদে পড়ে শিল
করে আত্মহত্যা


শিলে শিলে ঘর্ষণ
ভেঙ্গে ভেঙ্গে চুর
দূরের দৃষ্টিতে ওই
থেমে গেলে ঝড়
শিল যায় কই ?


ভাবনায় জেগে থাকে
আম কুড়ানোর দিন
শিল ভরা গাছ তল
কৈশোরী শিল গুলো
গলে গলে জল।