সূর্যমুখী ঘুম ভেঙ্গে মধ্য দুপুরে বলছো :
দাও ... দাও ... যা ইচ্ছে . .. যত ইচ্ছে
নিভৃতে ভাবি আর মনে মনে
হেসে উঠি মাছরাঙা হাসিতে
পড়শিরাত ভৌরাই ঘুমে
কার ছবি ভেসেছিলো
দুরন্ত ভালোবাসার চোখে ?
তারপর আয়নার সাথে খেলি আয়নাবাজি
মুখায়বে এখনো কী নাচে
কচি ধানের মিহিন বাতাস দোলা
মটরশুটির সুঘ্রাণে কী
ছুটে যায় দস্যি কিশোর বেলা
শীতল আয়না দুষ্টু চোখ মেরে বলে ওঠে:
জেনে রাখো . . . ভালোবাসার বয়স বাড়ে না
মিছেমিছি কালো কেশের ভিড়ে
খুঁজো না সময়ের সফেদ চুল!