ছুটি পেলে অলস ঘুম আসে
সান্ধ্য ঘুম প্রশান্তিদায়ক
ঘুম ভাঙে এলাকার মাইকের শব্দ তরঙ্গে
‘‘রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দিব  ... ”
মুহূর্তে তেজোদীপ্ত শিহরিত উচ্ছ্বসিত
সংগ্রাম মুখর হয় মন
মার্চ মাস দৌড়াচ্ছে মুক্তির মশাল হাতে
অর্থনৈতিক মুক্তির দিকে
অগ্নিঝরা ভাষণটি এখন বিশ্বজনীন
নির্বাচনী প্রচারণায়, জনসভায়
গুরুত্বপূর্ণ দিবসে পাড়া মহল্লায় বেজে যাচ্ছে
প্রজন্মের পর প্রজন্ম পালন করছে প্রচারের
শুনে শুনেই প্রজন্মরা মুখস্ত করছে
বীরজাতি বাংলাদেশের ইতিহাস
সতের মার্চ কাক ডাকা ভোরের ফোন
উঠো তৈরী হও যেতে হবে
দে ছুট দাও বত্রিশ নম্বরের দিকে
জাতির ঋণ থেকে দায় মুক্তির প্রচেষ্টায়
রাখো অঞ্জলী তাঁর প্রতিকৃতিতে
তোমার পরিচয় যদি বাঙালি।