আমার বিশাল বুকের ফুলদানি-টা
রেখেছি, পাগল ঠিক তোমার জন্য
তোমার প্রেম-ফুলই সেখানে বরেণ্য।


তোমার মতো লোককে শোনাতে
পারিনা,’’পাগল তোমার জন্য যে...’
পাঁজরের কান্না শুনবে অন্য যে...!  


রাধাচূড়া যেমন রেখেছ আমার জন্য
আমিও রেখেছি কৃষ্ণচূড়ার উপবণ্য
তোমাকে সাজিয়ে নিজে হব ধন্য।


পাগল, তুমি কি রেখেছ হলুদ ফুল-  
দিয়ে গাঁথা একটি বিরহের মালা...?
আর দূর নয়, আসছে মিলনের মেলা।


প্রিয় পাগল,আর গেওনা অমন করে!
তোমাকেই শুধু বুকের খাতে রেখেছি...  
স্বীকার কোরলাম’মেনেছিগো হার মেনেছি’’।