ওই মাটির পাহাড়ের উঁচুতে
অনেক লাল পলাশ ফুটেছে
নিচে লাল শিমুল আর কৃষ্ণচূড়া
বসন্ত বৌরি একা বসে আছে শিমুলের ডালে।
কোকিলের কোন সাড়া নেই
বাতাস আজকে খুব মৃদু মন্দ
সারমেয় মাঝে মাঝে ডেকে ওঠে
তোতা একা কথা বলে চলে,
ওকি করে জানবে এখন বসন্ত নিশী!


নিঃশব্দে প্রহর গুনি বসন্ত যামিনী তে,
নিকষ তমসা কোনভাবেই গ্রাস করতে পারে না
ভাবে বিহবল উদাস এই মেয়েটি কে,
বিরহ অনেক দেখেছি, অনেক শুনেছি
কাটিয়েছি কত রাত দিবস।
বিফলের অন্তিম গহীনে হারিয়েছি আনন্দ কে,
আজ আর কারো আসার পথ চেয়ে থাকি না
বিরহ অশ্রু একবারও কপোল বেয়ে নামে না,
প্রকৃতি আর অশেষের উচ্ছসিত হাসিতে আমি সদা
সর্বক্ষণ আনন্দে মাতোয়ারা----