এক ঘেয়েমী প্রতি রাতের
ডিনার টা আজ থাক।
বৈদ্যুতিন আলো নিভুক  
জোনাকি মাতাক।


বিদায় কালের বসন্ত রস
উতল চিতে রেখে
মন মানসে মিলন হোক
ইচ্ছে-আবীর মেখে।


হাসনুহানা মাধবীলতা
গায়ের উপর পড়ুক
পানসে চাঁদের জোছনারঙ
সবার গায়ে ঝরুক।


কত কথা সারা বছর
কই হাতের প'রে হাত!
বসন্ত যামিনী খুলুক
ঘূণ ধরা বরাত।


অম্ল-মধুর পানীয় তে
আসুক মোদির নেশা
অবৈধতায় বৈধ হবে
সবার মেলামেশা।


(আজকে রাতে সবাই বসন্ত উৎসব করি মনে মনে। সম্মুখ দেখা কি আর হবে?)