আকাশ আমায় ডেকেছিল
মনের কথা বলতে
আমিও সেদিন ডানা পেলাম
তার কাছেতে উড়তে।
আকাশ বলল কানে কানে
"শোন, তোমরা বড় মুর্খ
ক্ষণ স্থায়ী জীবন নিয়ে
নিত্য চালাও তর্ক।
যে সম্পদ রয়ে যাবে
মাটির ধরাতেই
নিত্য কেন খুঁনসুটি গো
সেই মিথ্যে ধনেতেই!
ভালো বাসতে না-ই পারো
হিত সবার চাও
সবার সুখে সবার দুখে
জীবন কে যাচাও।
আমি আকাশ নীরব সদাই
নিজের কাজই করি
অনন্ত যা আদেশ করেন
সেটাই বুকে ধরি।
দু;খ আছে বেদন আছে
সঙ্গে আছেন প্রাণ
পৃথ্বী সেবায় অকাতরে
জীবন করো দান"।


(আকাশ আর অনন্ত এক নয়।আকাশ তবু সীমার মধ্যে পড়ে। কিন্তু অনন্ত সীমাহীন
অশেষ----)