বিদায়ের ধারা বইছিল আমার
উদাস পীতাম্বর চোখে
‘’একটা গান লিখো ভালো থেকো’’
উষ্ণ চুম্বন পড়ল অধরে মুখে।
তাই, গান লিখে যাই সাদা পাতায়
অক্ষরে অক্ষরে...
বিরহ বাতাস ফেলে যায় দীর্ঘশ্বাস
মন যে কেমন করে!
শরৎ শেষ বইছে হীমেল হাওয়া
দেহে রোমে চিত্ত মাঝে
তবু শতদল মেলছে নীল ডানা
মন লাগেনা কাজে।
অলস দিন কাটে গান গেয়ে লিখে
গোধূলিতে বলাকারা ফেরে
ওরা চঞ্চূতে চঞ্চূ মিলিয়ে কথা বলে
বক্ষ কাঁপে যে বিরহ-ডরে।  
সে ফিরবে কি ফিরবেনা,তাতো জানিনা
তুব আশার আশ্বাস
হৈমন্তী বলে কানে কানে ‘ভেঙনা কখনও
প্রেমিকের প্রণয়- বিশ্বাস’।