এখনও ঝড় ওঠেনি, তবে ঝড়ের সংলিপ্ততা
সমস্ত আকাশকে গুরু-গম্ভীর করে তুলেছে
সবুজ পাতারা ভয়ে যেন নিশ্চুপ...
ঝরা পাতারা ঝরতে ঝরতে অভিনন্দন
জানিয়ে যাচ্ছে এক অভিনব সৃষ্টিকে...
কার যেন পদধ্বনি শুনছি, ঝড়ের-  
উদ্বোধনী শোঁশোঁ শব্দের সাথে...
না না,তোমাকে আমি অন্তত ভয় পাইনা
তুমি আমার হৃদয়,আত্মা,রক্ত জুড়ে...
বলতে পারো মনের মানুষটি;


বলো, আবার কি সেই শুভক্ষণ সমাগত?
আবার শুনবো তো-----
‘’বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেইদিন হবো শান্ত...’’
কি বোলছ! সেই শুভক্ষণ আর সুদূর নয়!!
প্রতিবাদের মুখে বাঁধা কাপড় উন্মোচিত হবেই!!      
হ্যাঁ, ক্রমশ এগিয়ে আসছে গতানুগতিকতার প্রাচীর-কে
ভেঙে দিতে প্রলয়কারী সেই ঘূর্ণিঝড়...      


  


  
(মন্তব্যের উত্তরে যা লিখবো, সবই কৌতুক বা মজা করে ।
সিরিয়স কেউ নেবেন না...)