আঁধার আমায় শেখায় রোজ
কাব্য কবিতায় থাকতে
আসরের সব কবি কে নিয়ে
অনেক কাব্য লিখতে।


আঁধার রোজ গান গেয়ে যায়
বিরহ স্মৃতি নিয়ে
সারাটা যামিনী গল্প করে আর,
ফেলে আসা গীত গেয়ে।


আঁধার আমার অশ্রু মোছায়
অনেক কাছে এসে
ভঙ্গুর মন সতেজ করে
ভীষণ ভালো বেসে।


আঁধার আমায় সান্ত্বনা দেয়
"সব মানুষই পর"
আনন্দ- স্নান করতে হলে
খোল কবিতার আসর------