আমি যদি হই  বিধংসী বৈশাখী ঝড়
তুমি হও বসন্ত-বাতাস
তোমার স্নিগ্ধ হাওয়ায় মিলিয়ে যাক
আমার রক্তিম আকাশ।


আমি যদি হই জ্যৈষ্ঠের খড় তাপ
তুমি হও বৃষ্টি ধারা
তোমার বরফ-শীতল জলে ধুয়ে যাক
আমার অহংকারের জড়া।  


আমার বহ্নি-প্রেমের দৃপ্ত দীপক রাগে
তুমি হও মিয়ান-মল্লার
তোমার সুমধুর সুরে সুরে ছন্দ উঠুক
ভাঙুক ‘অহম’ আমার।  


আমি যদি হই ক্রোধ-অগ্নি ভরা চক্ষু
তুমি হও মিষ্টি হাসি
তোমার পরশে-হরষে সুবাসিত হয়ে বলি-
তোমাকেই ভালোবাসি ।