নীলাকাশ চাহিয়া দেখিতে দেখিতে
তার মাঝে শুধু তুমি আর আমি
পাশে অনাবিল হাসিছেন যেন
ত্রিভূবনেশ্বর সেই অন্তর্যামী----


সবুজ বনানী তে প্রকৃতির খেলা
তুমি আমি সেখানেও বিরাজিত
জলে হংসমিথুন করিছে প্রমোদ
আমরাও মিলনে আনন্দিত---


সুনীল সাগরে তুমি আর আমি
করিতেছি যুগান্তরের জলকেলি
লক্ষ কোটি যুগল প্রেমিক দেখিয়া
করোমণ্ডলে দিতেছে পুষ্পাঞ্জলি---


যেদিকেই হেরি শুধু তুমি আমি
শীত শরৎ বর্ষা হেমন্ত কি বসন্তে
আমরা দুজনে করিবো বিহার
হাসিয়া নাচিয়া চির অমলিন অনন্তে---