যদি বুকের মাঝে জাপটে ধরি
পারবে আমায় ছাড়তে?
তোমার ঠোঁটে ঠোঁট ঠেকালে
জাগবে উষ্ণতাতে?


যদি সেতারটা বক্ষে ধরে গাই  
পারবে চলে যেতে?
যদি দরবারীতে গানটি ধরি,গাইবে
না আমার সাথে?


যদি তোমায় নিয়ে প্রেম-পদ্য লিখি
পারবে ছিড়ে ফেলতে?
আমায় ছেড়ে অন্য নারীর সাথে
পারবে তুমি মিলতে?


যদি ভোরের পাখি হয়ে দি-ই
জাগিয়ে কাঁচা ঘুম!
আমার নাচের তালে তালে
নাচবে তো ঝুমঝুম?


যদি সন্ধ্যাতারা হয়ে ডাকি
তোমায় নীলাকাশে!
পারবে তুমি মিলতে প্রিয়, মিষ্টি-
মধুর হেসে হেসে?