(হাউই>রকেট // গগন-মাঝি>নভশ্চর )  


মাটির ভুবনে যত ভুল বোঝবুঝির খেলা
মহা শূণ্যে মিললে শুধুই পরিশুদ্ধির মেলা
‘হাউই’ চড়ে শূণ্যে ওঠে যে গগন-মাঝি
নীল-গ্রহের ছেলেখেলা দেখে হাসেন বুঝি?


গগন-মাঝি বলে,’ওহে নীল-গ্রহের জীব-
কেন মিছিমিছি নিজ নিজ হও ক্লীব!  
সশরীরে শূণ্যে আমি,দেখি সব প্রাণে শিব
মিলন প্রেমে ভাসো,ত্যাগ কর কলহ-প্রার্থিব’।