এ পাড়ে বহতা নদী
ওপাড়ে বেড়া চট দড়ি
মাঝখানের ধুলোতে আমি
করি গড়াগড়ি----


এ পাড়ে আতা গাছে
তোতা ডেকে কয়-
প্রিয় জন কেন গো শুধু
দূরে দূরে রয়?


এ পাড়ে তে ধান তিলি
দুলে মাথা নাড়ায়
ও পাড়ে সজনে গাছে
কোকিলা গান গায়---


এ পাড়ে আমি কেঁদে মরি
ও পাড়ে হাসো তুমি
কি আছে তোমার মনে
জানেন অন্তর্যামী----


এ পাড়ে কৃষ্ণ বুকে
সারা দিন কাঁদি
একবার এসে তুমি
দেখা দাও যদি----