অপেক্ষিত মন আর
বৃষ্টি ভেজা তনু
তিন ভঙ্গ কায়া যাঁর
হাতে বাঁশের বেনু।
তাঁর জন্য হাপিত্যেশ
ধরার যত নর নারী
দিক না সে যতই সাজা
সব মেনে নিতে পারি।
ব্রজের সকল মানুষরা  
জীবন সঁপেছিল তাঁরে
আজীবন ডেকে গেল
সে না আসল কারো দ্বারে।
সে কেমন মনের জানো?
ডাকলে করে সর্বনাশ
যদি তাঁরে না ছাড়ো
সে সদাই তোমার দাস।