ভাদ্রের প্রবল বৃষ্টির ছটা  
মর্মে মারে ভীষণ ঝাপটা
খুলতে চাই মনের খাপটা
বলতে চাই চাপা কথাটা।


প্রখর বাদল, ডাকো তাঁকে
যে মনের গহীনে থাকে...
গানের বীণায় পাই যাকে
যে সুর তোলে দুঃখে সুখে।  


পাগলপারা বৃষ্টি ধারা বয়
‘সে’অদৃশ্য অচ্ছুৎ হয়েই রয়
একটা কথাও কখনো না কয়
'সে' কি আমাদের পায় ভয়?


বানে ভেসেছে যে দীনের ঘর
বাদল ঝরে অবিরাম ঝর ঝর  
কেন ‘ওরা’দুঃখই পায় বরাবর!
উত্তর দিও প্রাণে লীন প্রাণেশ্বর।


রোজ যারা দিন আনে খায়
তাদের দিকে ফিরে কে চায়?
সমতার গান কে আর গায়?
বাইরে এসো থেকনা বক্ষ-খাঁচায়।


দশেন্দ্রিয়তে জাগুক তোমার পরিচয়
দুঃখীকে বল, ‘আর নেই ভয়-
হবেই হবে অসহায় মানুষের জয়
মানুষই বাঁচাবে মানুষকে নিশ্চয়’।