হঠাৎ বাতাস এসে আমার
ধরিয়ে দিল ভুল
নিষেধ মানার বেড়া ভেঙে
ফুটল বুকে ফুল।
জোছনা ছিল,তাপও ছিল
মাধ্যিখানে ঝিল
তাঁর বাহুর আলিঙ্গনে
খুলল বাঁধার খিল।
অনেক গভীর জলের মাঝে
দোঁহার জলকেলি
হাসনুহানা কচুরিপানা
তুলল সুরের কলি।
জৈষ্ঠ্য আর দহণ জ্বালা
তারই মাঝে সুখ
শান্তি আর অঘাত প্রেম
ভরিয়েছিল বুক।
দিন চলে যায়,মাস চলে যায়
বছর কাটে ঘোরে
"সে" আর একটিবার যত্ন করে
নিক না আমায় ক্রোড়ে।