মেঘলা মেঘ মেদুর দিন হলে কি হবে!
সূর্য পিতা কখনো কখনো উঁকি মেরে
নিরীক্ষণ করছেন উত্তপ্ত ঘর্মাক্ত পৃথিবী কে,
মূলাধার থেকে সহস্রাধার মাঝে মাঝে
চিড়বিড় করে উঠছে যেন ;
প্রকৃতি মাতার সহাস্যময় মুখ খানি
বলতে চাইছে, "বৃষ্টি নেই--"


ভাগ্যবানের ঘরে বৈদ্যুতিক এয়ার কন্ডিশনার
আছে; ঘর শীতল করতে,
আর হতভাগ্যদের কিছুই জোটে না।
অন্যের বাড়ি থেকে আনা বরফ দিয়ে চলছে
পোড়া আমের শরবত খাবার পালা।


তবে বৈষম্যের ছুরিকাঘাত আর কত কাল
সহ্য করে যাওয়া!
বাজারের পচা পোকা কাটা সবজি আর মোটা
চালের ভাত খেয়ে, একবার স্বপ্ন দেখে ফেলে
হত দরিদ্র অজয়ের বৌ;
ঘোমটার ফাঁক দিয়ে একবার তাকিয়ে দেখে
সাদা ধবধবে গাড়ি তে বসা সুসজ্জিতাময়ী
ঘোষালের বৌ কে।