বুলবুলি টা শিস দিয়ে যায়
সূয্যিমামা ওঠে
ফিঙে পাখি নেচে নেচে
ধান নিয়ে যায় ঠোঁটে।


ছোট্ট মিনি কেঁদে ওঠে
দুধ ধরে মা মুখে
ভুলু সোনা দোরের কাছে
দিব্যি ঘুমায় সুখে।


রসিদ চাচা হাঁক পেড়ে যায়
"মাছ নিবে কি মা!"
গামলা নিয়ে আসে ছুটে
"আশি"র ঠাকুমা।


ফুল গুলো সব নুয়ে পড়ে
মেজদি গেল কই!
সে একা ফুল তুলবে নাতো
লাগবে সাথে সই।


বাবা কাকা  পেড়ে আনে
জাম জামরুল আম
লাউ ঝিঙে কুমড়ো সিম
কত বলি ফল সবজির নাম!


ঝমঝমিয়ে বৃষ্টি আসে
ঘাট বাঁধানো ঝিলে
শোলের পোনা ধরে ছিপে
শ্যামলী কাকির ছেলে।


দিন চলে যায়, মাস চলে যায়
বছর আসে ঘুরে
সেদিন গেছে হারিয়ে কোথায়
আর পাবো কি ফিরে??