কোন সুদূরের ঠিকানায় আছো তুমি
ফিরে আসবে আর কবে?
লোকে বলে ফিরবেনা, অবুঝ মনে
রয়েছ যে নীরবে।


মনে পড়ে প্রিয় সেদিনের সেই মরমি
স্মৃতির মালিকা !
তোমার পরিণত হৃদয়-ঘরে ঢুকেছিল
এক ষোল বছরের বালিকা?


নাম কত শত ছিল মেয়েটির, যা
দিয়েছিলে সবই তুমি
সে নামে কোনদিনও ডাকেনি কেউ
সে ডাক মর্মে শুনি।


তোমার সুরে আমার কথায় মিলেমিশে
হয়েছিল কত গান
আজও লিখে যাই কথায় সুরে,খুঁজে পাই-
ধরাশায়ী ধরে প্রাণ।


চলে যেতে যখন বিদেশে বা জ্ঞানীদের
গানের-নানা জলসায়
ফোন দূরভাষ ছিলনা তখন,কথা হত-  
মিষ্টি চিঠির পাতায়।  


তুমি কি আজও জীবিত আছো!বজ্র কঠিন
ধরার মাটির তলে?
না-কি কালের নিয়মে চলে গেছ ‘ঘরে’  
সব দুঃখ জ্বালা ভুলে!


রাতে চেয়ে থাকি জানলায়, চাঁদ ফুলরা  
কত কথা বলে যায়
তোমার গন্ধ ভেসে আসে বাতাসে আর-
সবুজ পাতায় পাতায়।


প্রপঞ্চময় পৃথিবীর যা কিছু আছে......
সবই তো ভঙ্গুর ক্ষণস্থায়ী
শুধু প্রেমই আদি অপার অসীম অবিনশ্বর
চিরকাল চিরস্থায়ী ।