শীতের ঘন নীল দূর দিগন্তের দেশে  
হারিয়ে গেছিলাম দুজনে একদিন
এক দৃঢ অঙ্গীকারে...
সেটাই বুকে নিয়ে চলেছি অনেক-
অনেক দূর্গম, কাঁটা ভরা পথ।
তুমি সূর্যের আলোয় স্নাত এক খন্ড
অঙ্গী পিন্ড, আমাকে সবল করেছিলে
উষ্ণ রক্তিম গোপন আলিঙ্গনে...
আমি ভীতু ছিলাম, আজও তাই।  
তোমার ভালোলাগার লাল গোলাপটা
সযত্নে সাজান আছে অপেক্ষিত, ক্ষুধিত
তৃষিত, বিরহী বুকের তলে...
রোজই শুনি দরজায় করাঘাত; ওই
বুঝি তুমি এলে প্রেমের-বসন্ত নিয়ে ।
আশ্বাস কে যেন অলক্ষ্যে দিয়ে যায়...  
লাল গোলাপ নিয়ে তুমি ফিরবেই...
দিন গুনে যাই আশার দ্বীপ জ্বেলে।