কাঁদতে চাই তোমার অমোঘ স্মৃতিতে
পাছে ক্রোধী হয় এই চলমান জীবন
উপরে নাট্ট-হাসি ভেতরে কাঁদে মন।


কাঁদলে হয়ে যাবে একটা সাগর...  
তাই কাঁদিনা আর তোমাকে ভেবে...
কতকাল আমিই বা আর রইব ভবে?


যদি অলক্ষ্যে প্রশ্ন করো,’তুমি কি এখন
দেখিছ স্বপন আমারে আমারে আমারে!’’
উত্তরে বলি,নিজেকেই সঁপেছি যে তোমারে।


আমি আজ দুরন্ত ঝোরো বাতাসের ধূলি...
ব্যথার ভালে বুলিয়ে যাই বিরহের তুলি...
‘দৃপ্ত দীপক রাগে’ নিজে নিজে শুধু জ্বলি।    


বর্ষা কাটল, শরৎ দিল উৎসবের শিউলি
আশু হেমন্তর বাতাস,শীতে একাকী যামিনী  
বসন্তে চিত্ত চঞ্চল, দেহে খেলবে দামিনী।      


প্রেমে জরজর, তোমার পরশে রোমাঞ্চে বুক-  
কেঁপেছে থরথরঃ তাই পারিনি গান শোনাতে-
এবার গাইবো দুজনে পারিজাতের মধুরাতে...