আয়না, বলতে পারো!আমার পাশে
আর কার ছবি ভাসে তোমার বুকে?
রোজ কেন এসে দাঁড়াই তোমার
চকচকে স্বচ্ছ সরল রূপের সন্মুখে?


সেদিন সাগর বেলা-ভূমির তীরে
কুড়িয়ে পেয়েছিলাম অনেক মুক্তো
তিলতিল করে হার গেঁথে গলায়-  
পড়েছি,যদি স্বচ্ছ হই তোমার মতো!


আয়না, বলতে পারো!তোমার সামনে
দাঁড়িয়ে রোজ কেঁদে যাই কার জন্য?
‘’সে’’কি মানুষ!দেবতা! হোলিসোল!
কেন তাঁকে পেয়ে হতে চায় মন ধন্য?


আয়না, আমার পাশে শুধু একবারই
তাঁকে দাঁড় করাও, একান্ত অনুরোধে
সঞ্চিত সুপ্ত প্রেম তাঁকে দিয়ে বাঁচি
ইচ্ছাহীন, কর্ম- বদ্ধ-ভূমিতে অবাধে।