শীতল প্রকৃতি
গগনে ঘন মেঘ
মনোরম উদ্বেগ।

ময়ূরী হতবাক
ময়ূরের নাচে
পেখমটি যাচে।

নিশিগন্ধার নিশীথ
সে আসবে নিশ্চিত
উদ্বেলিত চিত।

ভূমির দীর্ঘশ্বাস
রোখে সুবাতাস
নায় ক্লান্ত আকাশ।

উতল শ্যামলী
বৃষ্টি ঝর্ণালী
গায় মন-অলি।

মেঘমল্লার রাগ
প্রিয়র অনুরাগ
কামেন্দ্রিয় জাগ।