হৃদয়ে আমার ঢেউ খেলেছে
আজ নেই কেউ আর পর
বাঁশবন নেই মনের যূথী-বনে
বৃষ্টি ঝড়ে ঝর ঝর ঝর...।


পর কাকে আর ভাবব আমি!
এখানে থাকব নাকি চির কাল?
‘এই ভরা বাদলে দেখেছি ধরা’
ভরা প্রেমে থাক রাত সকাল।


সৌরভে যারা ভরাল মনটা
তারা আনে রোজ কত ফুল
পরিমাপ তার হবেনা কখনও
পাবনা তাদের ভালোবাসার কূল।  


যে গান কানে যায়না শোনা-
তা নিত্য বুকের মাঝে বাজে
হৃদয়-সেতার নিয়ে গাই রোজ
মন-অন্তর ভরা জলসার মাঝে।


অনন্ত কালের সুরটি তারে বেঁধে
সেতার যেন বাজে কেঁদে কেঁদে-  
‘’সবাই মিলে গা-নারে এক সাথে
মল্লার রাগে বাদল বেলার রাতে’’!  


[আমরা আর কিছু না পারি, আসুন মনে মনে এক হই।
বাদলের রাতে গান গাই-’’বাদল দিনের প্রথম কদম ফুল......’’]