নিক্কণে নিক্কণে
বেজে ওঠে সুর
তার সাথে বাজে বাঁশি
আহা সুমধুর---


কিঙ্কিণী কিঙ্কিনী
হাতের বলয়
বেজে বেজে সে যেন
কত কথা কয়----


রুমঝুম রুমঝুম
নাচে ভৈরব
তার সাথে কাকলীর
সুমিষ্ট রব----


দৃমিদৃমি দৃমিদৃমি
মৃদঙ্গ বাজে
সাজল যে ব্রজগোপী
নৃত্যের সাজে---


ধা ধিন ধা ধিন
তবলার বোল
আনন্দে মেতে মন
সব দু:খ ভোল----