কি বোলছ! "চাই অনাবিল শান্তি
আর বুক ভরা ভালোবাসা"!
কই, বললে না তো! তার সাথে চাই  
মহান মাতৃভাষা!  

সবুজ বনানী ধরে নীল দিগন্ত পারে
ছুটে চলো, হাতে হাত রেখে
মুখে গাই," বাংলার মাটি, বাংলার জল--"
সর্বাঙ্গে মধু ভাষা মেখে।

জেনো,তোমার আমার সবার জীবন  
অতি তুচ্ছ ক্ষণস্থায়ী ভঙ্গুর  
চির সুন্দর, চির অমলিন,চিরন্তন
আমার মাতৃভাষার সুর।

এক কথা কেন বারবার বলো!  
"তোমার প্রেমের জোয়ারে ভাসি"!
এ কথাও বলো, বাংলা আমার মা,
আমি বাংলা কে ভালোবাসি----