বাম্বু চেনো বাম্বু!  
বাম্বু মানে বাঁশ
সত্যি কথা বলো যদি
হবেই তুমি লাশ।


বেঈমানী কে বন্ধু চেনো!
প্রাণ দিয়ে ভালোবাসো
তারপরই ঝামা দিয়ে
নিজের নাকই ঘষো।


জুতো কি খেয়েছ তুমি!
নইলে কথা শোনো
সব অপাত্রে দান করে
আখরী দিন গোনো।


মানবিক মন তোমার!  
নিজের ভেতর রাখো
বিষ বুকে মানবিক রস
ভুলেও দিও না কো---


কত আর বলি বলো
ঘোর কলির খেলা
দুষ্ট কে স্বজন ভাবে
শিষ্ট কে অবহেলা---