বার বার অবুঝ মানুষকে ভালোবেসে  
বার বারই খেয়েছি চরম পদাঘাত...
বন্ধু তুমি আমায় ভুল বুঝনা যেন...
তুমিই দিতে পারো পুষ্প-মালিকা নির্ঘাত।


আত্মা বললেন, ভালোবাস তুই ভালোবাস
তাই, সকলকেই ভালোবাসতে চাইলাম...
বুঝলনা কেউ খাঁটি প্রেমের পুষ্প-সুবাস
মনে মনে এক সাগর জলে বুক ভাসালাম।


বন্ধু, তুমি তো দেখেছ আমার বুকের মাঝে
অনাদরেই ফুটেছিল হাজার গোলাপের কলি...
ওরা সবাই মেরেছে নিমকহারামের চড়...
তবু ভালোবাসি কথাটিই আজও মুখে বলি।


বন্ধু, তুমি আমার দুঃখের দিনের নিশীথ-সাথী
আজ জীবনে দিবালোক,দেখো হাসে পূর্ব দিগন্ত
গোলাপ ফুটেছে বুকে, প্রেম-রক্তের রঙ নিয়ে
বিদায় আঘাতকে,দেখ ইশারা দেয় চির-বসন্ত...