বন্ধু তুমি ভালো থেকো
বাঁচিয়ে রেখো স্বপ্ন
আনন্দ আর সুখে থেকো
বুকটি রেখো রত্ন।


সকালে যদি ব্যাস্ত থাকো
বিকেলে মেসেজ দিও
উতলা মনে সাম্য এনে
ভুল গুলো শুধরিও।


এই সমাজের বন্ধুত্বে
বুকখানি ধড়ফড়
মিথ্যে কথার উস্কানিতে
উঠলো বোধহয় ঝড়।


সংসার নয় সঙ এর সার
ভাল্লাগে না আর
তুমি যদি দু'হাত বাড়াও
যাবো তিস্তা নদীর ধার।


অকৃতঅধম চতুর ছড়ায়
বিষের কালো ধোঁয়া
মাথায় বুকে রেখো তুমি
চৈতি রাগের ছোঁয়া।


জীবনে আর কি বা রবে!
প্রেম আর মুখের হাসি
তপ্ত তনু কোমল রেখে
বোলো ভালোবাসি----


(গয়ংগচ্ছ ১৪০০ তম কবিতা আসরের
সব বন্ধুদের নিবেদন করলাম।সাথে অকৃত্রিম ভালোবাসা রইল)