(ক-দিন আগে ঘটে যাওয়া এক বর্বর নগ্ন-কান্ডের
পরিপ্রেক্ষিতে লেখা এই কবিতাটি। আপনারা সকলেই
প্রতিবাদ করুন এই শিশু-নগ্ন কান্ডের বিরুদ্ধে)      


হায়রে পশু, নগ্ন করনা আমার বস্ত্র!  
ফোটা না ক্লীব দেহে সকল কঠিন অস্ত্র...  


তারপর এঁটে দে কষে বিবেকের স্বচ্ছ খীল
লুকিয়ে থাক,জ্বলে যেখানে মোমবাতির-মিছিল।


পশু কামুক, তোর সারা অঙ্গে লাগুক ঘৃনা-ধিক্কার
অমানবতা আর প্রতিবাদের গরাদে পচে হ ছারখার।


আর কত যুগ ধরে খুলবি তুই আবরণ বিশ্ব-মাতার!
বার বার খোল, খুলে দ্যাখ তোরই নিজের জন্ম-দ্বার।