বর্ষা রাতে দুয়ারেতে
এঁটে দিলাম খিল
জানলা দিয়ে বলুক কথা
বিশ্ব নিখিল।
বর্ষা রাতে ডাহুকী রা
গায় মিলনের গান
মাঝে মাঝে বুকের ভেতর
করে যে আনচান।
বর্ষা রাতে ছিল সাথে
মধু মিলন খেলা
হাজার হাজার চুম্বন সুখ
মিষ্টি রাতের বেলা।
বর্ষা রাতে তুমি আমি
একই কায়ায় লীন
সবই আছে,ফেরে না তো
সেই মিলনের দিন।
দিন চলে যায়,মাস চলে যায়
নতুন বছর আসে
আছে লক্ষ লোকের আনাগোনা
কে আর ভালোবাসে??